ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এলএসডি মাদকসহ কুদ্দুস আলী (৩৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা।

কাকডাঙ্গা সীমান্ত এলাকায় মাদক জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক মো. কুদ্দুস আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মো. তাছের আলী ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গত মঙ্গলবার বিকালে ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে, এমন সংবাদে কাকডাঙ্গা এলাকায় বিজিবির বিওপি কমান্ডার নায়েব সুবেদান আবু তাহের অবস্থান নেয়। এ সময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। পরে তল্লাশি করে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃত আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত