ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা

চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চট্টগ্রাম থেকে ৩৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে নারী আসনের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সাকিব জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ৩৬ নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সাকিব জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ৩৬ নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর, মহানগর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন বাদলের স্ত্রী সেলিনা খান, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের মেয়ে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শারমিন সুমি, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে রাওকাতুন নুর, মেহ-ই জাবীন, সৈয়দা সাহেদা সুলতানা, মমতাজ খান, উম্মে হাবিবা, ইয়াছমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, ফারহানা জাবেদ, রোকসানা পারভীন, জেসমিন পারভীন, রিক্তা বড়ুয়া, জেসমিন প্রেমা, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, রেহেনা আকতার, জান্নাতুন নূর তানিয়া, ফেরদৌসি আলী রুবী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী ও জীবন আরা বেগম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, মনোনয়নপ্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। আজ বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ। কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত