ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চশমা বদলের সময় ...

চশমা বদলের সময় ...

টাকা-পয়সা খরচ করে ভালো একটা চশমার ফ্রেম কিনলে সেটি আর সহজে বদলাতে চান না বেশিরভাগ মানুষ। চশমা না ভাঙাঅব্দি বদলের কথা মাথায়ও আনেন না তারা। অনেকে ক্ষেত্রেই চোখের পাওয়ার খুব সামান্য পরিবর্তন হয়। সেটা সহজে বোঝা যায় না। কিন্তু দীর্ঘদিন এই পরিবর্তন খেয়াল না রাখলে ক্ষতি হয় চোখের। চোখের যেকোনো সমস্যা অবহেলা করলেই হতে পারে কঠিন বিপদ। কোন লক্ষণগুলো দেখা দিলে চশমা বদলানোর কথা ভাববেন চলুন জেনে নিই- মাথায় যন্ত্রণা : নিয়মিত মাথায় যন্ত্রণা করে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না? চোখের পাওয়ার সামান্য বদলালে এমনটা হতে পারে। এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পাওয়ার মাপান। প্রয়োজনে চশমা বদলান।

বার বার চোখের পলক পড়া : যেকোনো কাজ করতে গেলেই কি বার বার চোখের পলক পড়ছে- এমনটা হলে কিন্তু চোখের ওপর চাপ পড়ে। এমনটা হলে দেরি না করে চোখের পাওয়ার পরীক্ষা করান। চশমা বদলাতে হতে পারে আপনাকে।

চোখের ক্লান্তি : বই পড়তে গেলে চোখ ক্লান্ত হয়ে পড়ছে? বেশি সময় কম্পিউটারের দিকে তাকালে কি চোখ ব্যথা করছে? চোখের পাওয়ার বদলে গেলে এমন লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে চশমা বদলের প্রয়োজন হতে পারে। অল্পতে চোখ ক্লান্ত হয়ে পড়লে সতর্ক হোন।

ঝাপসা দৃষ্টি : অনেক সময়ে চোখের নানা সমস্যা দেখা দিলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। অনেকেই এটি এড়িয়ে যান। চশমা বদলই এই সমস্যার সমাধান করতে পারে।

কোনো জিনিস দুটো দেখা : চোখ ঘোরালেই কোনো জিনিস দুটো করে দেখছেন? এমনটা হলে সাবধান হোন। বুঝে নিন আপনার চশমা বদলেই সময় এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত