ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাঁশখালীতে বিএনপি নেতা লেয়াকত আলী আটক

বাঁশখালীতে বিএনপি নেতা লেয়াকত আলী আটক

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার বিএনপি নেতা লেয়াকত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার সন্ধা ৬টার দিকে ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেয়াকত আলীকে গত বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। লেয়াকত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এস এস পাওয়ার প্ল্যান্টে ড্রেজিংয়ের জন্য নিয়োজিত ঠিকাদারের লোকজনের সাথে সংঘর্ষে জড়ায় লেয়াকত আলীর অনুসারীরা। একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় লেয়াকত ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠান এবং পুলিশ মামলা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত