ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক পাঁচ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক পাঁচ

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি এক্সিও প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল সকালে আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী বলেন, রাতে জামগড়া চৌরাস্তা সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে একদল ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি সন্দেহভাজন প্রাইভেট কারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাড়া করে প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো দুইজনকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত