কুসিক উপনির্বাচন

নগর আ.লীগের একক প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের ‘একক’ প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনার নাম ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শেষে একক প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ (সদর) আসনের চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে।

দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি আ ক ম বাহাউদ্দিন এমপি। এতে দলের কার্যনির্বাহী কমিটির অধিকাংশ নেতা অংশ নেন। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওই সভায় প্রার্থী হিসেবে ডা. তাহসীন বাহার সূচনা ছাড়াও দলের মহানগর শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম ও সদস্য শ্যামল কুমার ভট্টাচার্যের নাম উপস্থাপন হলেও পরে ডা. সূচনাকে সমর্থন জানান অপর দুইজন। পরে রাত ১০টার দিকে সভার সভাপতি এমপি বাহার মেয়র প্রার্থী হিসেবে ডা. সূচনার নাম ঘোষণা করেন।

এ সময় এমপি বাহার বলেন, এ হাউসের চেয়ে কুমিল্লায় আর কোন বড় শক্তি নেই। আমরা অতীতের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় সুনিশ্চিত। সিটি কর্পোরেশন আপনাদের হাতে থাকলে উন্নয়ন হবে। ডা. সূচনা বলেন, আমি খুব ছোট বেলা থেকেই এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে আমি দেখেছি আমার বাবা এবং মা মানুষের জন্য কাজ করেন। তিনি বলেন, আমি বিজয়ী হলে একটি সুন্দর কুমিল্লার পরিকল্পনা করব। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সুন্দর কুমিল্লা গড়ে তুলব। আপনাদের সকলের ভালোবাসা এবং আপনাদেরে সাথে নিয়েই আগাতে চাই। সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকা আমার চেনা। তিনি নগরীর উন্নয়নে তাকে বিজয়ী করতে দলের সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত স্বতন্ত্র প্রার্থী ও দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ­­­­তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৩ ফেব্রুয়ারি এবং ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।