ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জামিনে কারামুক্ত বিএনপি নেতা আমিনুল হক

জামিনে কারামুক্ত বিএনপি নেতা আমিনুল হক

তিন মাস ছয় দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২ মামলার সবগুলোতে জামিন হওয়ার পর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। গতকাল আমিনুল হকের কারামুক্তির বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই মঈনুল হক। তিনি জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

গত বছরের ২ নভেম্বর আমিনুল হককে গুলশান-২ নম্বর এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা বিভিন্ন থানায় ১২ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত