খুলনায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে নিহত পাঁচ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।

গতকাল বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), বিশ্বজিৎ বিশ্বাসের দুই বছরের মেয়ে ওড়ানি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের অপি ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৫) ও অপি ঢালীর মা অমড়ী ঢালী।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।