ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গড়াই নদী থেকে বালুমাটি তোলায় চারজনের কারাদণ্ড

গড়াই নদী থেকে বালুমাটি তোলায় চারজনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখকে (৪০) পাঁচ দিন, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখকে (২৫) তিন দিন, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলামের (১৮) সাত দিন এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুলকে (১৮) সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে চারজনকে কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত