কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ
কুমিল্লায় মা-ছেলেসহ পাঁচজন নিহত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জেলার দাউদকান্দি উপজেলার আমিরাবাদণ্ডকচুয়া সড়কের মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পিযুজ মন্ডল (২৮), কালাসোনা গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (৩৫), আনুয়াখোলা গ্রামের মৃত শরাফত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫), একই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মো. শফিউল্লাহ (২৪) ও দরজখোলা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ঢাকা থেকে একটি কাভার্ডভ্যান দাউদকান্দির আমিরাবাদ হয়ে কচুয়া অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা আমিরাবাদের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান ও সিএনজিটি আমিরাবাদণ্ডকচুয়া সড়কের মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় পৌঁছার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় আহত উপজেলার আঙ্গাউড়া গ্রামের রসিদ মিয়ার মেয়ে সাদিয়া বেগম (২০), মো. শরীফকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজনকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ঢাকায় নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।