ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে ভিডিও স্ট্রিমিং। সে দিন আর বেশি দূরে নেই। এসে যেতে পারে ‘ডি২এম’ সুবিধা। অর্থাৎ, ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং। এই প্রযুক্তিতে কোনো সিমকার্ড বা ইন্টারনেট কানেকশনের ঝামেলা ছাড়াই আপনি দেখতে পারবেন ভিডিও স্ট্রিমিং। এটা কিন্তু অদূর ভবিষ্যতের কোনো ধারণা নয়। বরং কয়েক বছরের মধ্যেই এমন কিছু ঘটলে কিন্তু অবাক হবেন না। এই পদ্ধতিকে বলা হচ্ছে ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং বা ডি২এম। ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি আসলে কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির পেছনে যে বৈজ্ঞানিক প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তি অনেকটা রেডিও’র এফএমের মতো। ঠিক যেমন রেডিও’র মধ্যে একটি রিসিভার থাকে, যা ভিন্ন ভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ধরতে পারে। এক্ষেত্রেও কাজটা ঠিক তেমনই। বিশেষজ্ঞদের মতে, ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট- এই দুইয়ের মেলবন্ধন হলো ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি। এর মাধ্যমে মোবাইলে ডিজিটাল টিভির সিগন্যাল ধরা পড়ে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো খেলার লাইভ সম্প্রসারণ থেকে শুরু করে বিবিধ মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা যাবে। আর এসব কিছুই হবে ইন্টারনেট ছাড়া। শিগগিরই ভারতের ১৯টি শহরে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তির ট্রায়াল চালানো হবে। এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি দেশের ডিজিটাল বিপ্লবে দুর্দান্ত গতি আনবে, এমনটা বলা যেতেই পারে। একই সঙ্গে, কনটেন্ট ডেলিভারির ক্ষেত্রও আরো উন্নত ও সহজ-সরল হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ডিরেক্ট টু মোবাইল প্রযুক্তি নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে ভারতে।