ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ শৃঙ্খলা বাহিনী মাথা গরম করা যাবে না

বললেন এসপি মাহফুজ
পুলিশ শৃঙ্খলা বাহিনী মাথা গরম করা যাবে না

বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলা বাহিনী। মানুষকে সতর্কতার সাথে সেবা দিতে হবে। কোনোভাবেই মাথা গরম করা যাবে না। গতকাল সকালে কক্সবাজার পুলিশ লাইনস এ মাসিক কল্যাণ সভায় কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এইকথা বলেন। সভায় বিভিন্ন নিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্তসহ ৯টি থানার অফিসার ইনচার্জ এবং উপ-পরিদর্শকরা উপস্থিত ছিলেন। একই দিন কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদ-ে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), শ্রেষ্ঠ উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, ট্রাফিক, ডিএসবিসহ নির্বাচিতদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত