ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ জেলা পরিষদ

উপ-নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

উপ-নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরইমধ্যে তারা এ নির্বাচন সামনে রেখে দোয়াও প্রার্থনা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুজ্জামান আলো, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান ও এ্যাডঃ শওকত আলী সেলিম। জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৯ মার্চ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করেন। এ কারণে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়। ইতিমধ্যেই এ নির্বাচন ঘিরে প্রার্থীরা দোয়া চাইছেন এবং জেলা শহরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস আদালতে আলোচনাও জমে উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত