ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রশাসনের নজরদারি

দিনাজপুরে দুই টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি চাল

দিনাজপুরে দুই টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি চাল

দিনাজপুর প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের নজরদারিতে জেলার ১৩টি উপজেলায় প্রতি কেজি চাল দুই টাকা কমে বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন ও খাদ্যনিয়ন্ত্রক কার্য়ালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে জেলার মিল মালিকদের তিন ঘণ্টা আলোচনা শেষে মিল মালিকরা খাদ্যমন্ত্রীকে আশ্বাস দেন প্রতি কেজি চাল ২ টাকা কমে বিক্রি করবেন। খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত শুক্রবার দিনব্যাপী ৫টি অটোরাইস মিল ও দিনাজপুর সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন। মিল মালিকদের প্রতিশ্রুতিতে এবং জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সঠিক নজরদারিতে জেলার ১৩ উপজেলায় সব ধরনের চাল ২ টাকা কমে বিক্রি হচ্ছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কামাল হোসেন জানিয়েছেন। বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে দেখা গেছে প্রতি কেজি চাল এক সপ্তাহের ব্যবধানে ২ টাকা কমে ক্রেতারা ক্রয় করছেন। গতকার সকালে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কামাল হোসেন এক সাক্ষাৎকারে জানান খাদ্য মন্ত্রণালয়ের আদেশে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের দিক-নির্দেশনায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার উপজেলায় ২৩ দিনে ৫২ বার অভিযান চালিয়ে ১৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা এবং গুদাম ঘর সীলগালা করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি চাল এক সপ্তাহের ব্যবধানে ২ টাকা দর কমে ক্রেতারা ক্রয় করছেন। চাল ব্যবসায়ীদের আর কোনো সুযোগ নেই বেশি দামে চাল বিক্রি করার। ব্যবসায়ীদের উপর সব সময় নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত