ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লিফলেট বিতরণের প্রথম দিনে রিজভী

ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানো হবে

ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানো হবে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। এ সরকারের পতন ঘটানো হবে। গতকাল মঙ্গলবার সকালে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানায় বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, তাঁতী দলের আহ্বায়ক আবুল প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত