ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে এলো ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট

বাজারে এলো ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট

নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট আনল অ্যাপল। যার নাম অ্যাপল ভিশন প্রো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে এই ডিভাইস। যার দাম বেশ চড়া। এরই মধ্যে দুনিয়াজুড়ে ঝড় তুলেছে অ্যাপলের নতুন প্রোডাক্ট। এটি কেনার জন্য লক্ষাধিক টাকা খরচ করতে রাজি গ্যাজেটপ্রেমীরা। আইফোনের পর যে ডিভাইস নিয়ে সবচেয়ে বেশি হইচই তা হল ভিশন প্রো হেডসেট।

অ্যাপল ভিশন প্রো : অগমেন্টেড রিয়ালিটি হেডসেট অ্যাপল ভিশন প্রো। যার প্রথম জেনারেশন লঞ্চ করেছে কোম্পানি। আর এটি বাজারে আসতেই হইচই পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও আর কোনও দেশে লঞ্চ হয়নি ভিশন প্রো। যে কারণ গ্যাজেটপ্রেমীদের ভিড় জমছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরের বাইরে। এরই মধ্যে জাপান, চিন, সিঙ্গাপুরের নাগরিক এই হেডসেট কিনতে শুরু করেছেন। যার জন্য অতিরিক্ত টাকা খরচও করছেন তারা। এই হেডসেট চোখে পরার জন্য লাখ লাখ টাকা খরচ করতে রাজি বহু মানুষ। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এটি কেনার জন্য ৫০০০ ডলার দিতে প্রস্তুত গ্যাজেটপ্রেমীরা। মূলত, সীমিত সংখ্যক ডিভাইস বাজারে ছেড়েছে অ্যাপল। যে কারণে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। তবে আইফোনের মতো এটিও নানা কৌশলে বাইরের দেশগুলিতে পৌঁছতে শুরু করেছে। আইফোনের পর এটি অ্যাপলের দ্বিতীয় সবচেয়ে বড় ডিভাইস। যা গত বছরই সামনে এনেছিল সংস্থা। ভার্চুয়াল দুনিয়াকে হেডসেটের মাধ্যমে অনবদ্য ভাবে তুলে ধরেছে ভিশন প্রো। অত্যাধুনিক ক্যামেরা, সেন্সর, গেসচার এবং স্পিকারের মাধ্যমে এটি ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে অ্যাপেল।

টেক রিপোর্ট সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনে লঞ্চ হতে পারে ভিশন প্রো। সেক্ষেত্রে এশিয়াতে ডিভাইসের জোগান বাড়তে পারে। তবে ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানায়নি অ্যাপল। তবে আপনি চাইলে এটি কিনতেই পারেন। কিন্তু, তার জন্য অতিরিক্ত গ্যাঁটের কড়ি খরচ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত