ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে লরি-সিএনজি সংঘর্ষ

অটোচালকসহ তিনজন নিহত : আহত তিন

অটোচালকসহ তিনজন নিহত : আহত তিন

রাঙামাটি সদরের সাপছড়িতে লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকাল সাড়ে ৯টায় রাঙামাটি চট্টগ্রাম প্রধান সড়কের সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মোঃ হানিফ (৪৮), সৈকত চাকমা (২২), সিএনজি চালক নুরুল আজিম (৩৫)। এরা সবাই রাঙামাটি থেকে সিএনজিযোগে চট্টগ্রাম যাচ্ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে যাত্রীবাহী সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশা চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই রাঙামাটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ জানান, দুর্ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত