ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ৫৬টি অভিযান

১৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে চালের বাজার নিয়ন্ত্রণে ৫৬টি অভিযান

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের দিকনির্দেশনা এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেনের নির্দেশে দিনাজপুরে ধান-চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের শাহাজাহান আলী অনুমোদনের চেয়ে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার গোডাউন ঘর সীল করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইউনুস আলী মন্ডলসহ পুলিশের একটি দল। অপরদিকে হাকিমপুর উপজেলার সাধুরিয়া বাজারে অনুমোদনের চেয়ে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে কেশব সাহাকে ৫ হাজার টাকা ও দিপকর সাহাকে ১ হাজর টাকা জরিমানা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের নেতৃত্বে হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিনসহ পুলিশের একটি অভিযানিক দল। জরিমানার পাশাপাশি তাদের গোডাউন সীল করে দেয়া হয়েছে। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন জানান কৃষি বিপণন আইনের ২০১৮ সালের ১৯(১) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ২৫ দিনে ৫৬টি অভিযানে ১৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দিনাজপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সর্বক্ষণিক মনিটরিং চরমান রয়েছে। কোনো ব্যবসায়ী বেশি মূল্যে চাল বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত