ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আফতাবনগরে ট্রাকের ধাক্কায় নিহত এক

আফতাবনগরে ট্রাকের ধাক্কায় নিহত এক

রাজধানীর আফতাবনগরে রাস্তায় ঢালাইয়ের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় শাজাহান নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। গতকাল রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শহীদ জানান, আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল শাহজাহান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। শাহজাহান নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ছিল। বর্তমানে সে মেরুল বাড্ডায় ভাড়া থাকে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছিল। ঘটনাটি তারাই তদন্ত করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত