বইমেলায় সিইসি বইয়ের প্রকাশনা উৎসব

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় বইটির প্রকাশনা উৎসবে সিইসি কাজী হাবিবুল আউয়াল উপস্থিত থেকে উৎসব পালন করেন। এ সময় তিনি বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনায়ও অংশ নেন।

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’- বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

বইয়ের বিষয়বস্তু : গ্রন্থে কাজী হাবিবুল আউয়াল তার দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের বিভিন্ন পর্যায়কে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। একই সঙ্গে রাষ্ট্রের বিচার, প্রশাসন, রাজনীতি, সমাজ, নীতি, দুর্নীতিসহ নানা বিষয় লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। লেখক মনে করেন, বইটি আজ থেকে কয়েক দশক পরে পাঠ করা হলেও তা সুদূর বা নিকট অতীতের এসব বিষয়ে তরুণ প্রজন্মের পাঠকদের জন্য বস্তুনিষ্ঠ ধারণা আহরণের একটি উৎস হতে পারে। গল্পের শুরুটা তিনি করেছেন সংক্ষিপ্ত একটি ভ্রমণ ও ক্ষণস্থায়ী একটি ব্যবসা দিয়ে। এরপর বছর খানেক আইন পেশায় ‘বিফল পদচারণা’। অতঃপর সরকারি চাকরিতে প্রবেশ। একজন সরকারি কর্মচারী হিসেবে জীবনের স্বার্থকতা এবং ব্যর্থতার অনেক উপাখ্যান লেখক অকপটে প্রকাশ করেছেন। লেখক মনে করেন, বর্ণিত সেসব অভিজ্ঞতা ও ঘটনা আগ্রহী পাঠককে বিনোদন দিতে পারে, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ধারণাও দিতে পারে। যে কোনো মানুষের জীবনে অনেক বৈচিত্র্য থাকে। কর্মক্ষেত্রেও বৈচিত্র্য থাকে। সরকারি চাকরিতেও বৈচিত্র্য থাকে। ভালো-মন্দ বিভিন্ন ঘটনার অভিজ্ঞতাকে সন্নিবেশিত করা হয়েছে এই গ্রন্থে।

শিশু প্রহরে ছিল ভিড়

অমর একুশে বইমেলায় শিশুদের পছন্দের স্থান শিশুচত্বর। প্রতিবছরের মতো এবারও শিশুতোষ বইয়ের পসরা বসেছে এই চত্বরে। এখানে স্টলগুলো বয়সভেদে শিশুদের উপযোগী বিভিন্ন ধরণের বই নিয়ে হাজির হলেও, শিশুরা পছন্দ করছে রঙ-বেরঙের মলাট আর ছবির বই। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিশু চত্বরে বাংলা একাডেমির বিশেষ আয়োজন শিশু প্রহরে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ১১টায় যথারীতি শিশুচত্বর মঞ্চে হাজির হয় জনপ্রিয় কার্টুন চরিত্র সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরি। তাদের সঙ্গে নাচে-গানে আনন্দঘন সময় পার করে শিশুরা। শিশু প্রহরের বিশেষ আয়োজন শেষ হতেই শিশুরা অভিভাবকদের নিয়ে ভিড় করেন স্টলগুলোতে। নেড়ে-চেড়ে পছন্দ করেন বই, সন্তানদের বই পড়ার আগ্রহ তৈরি করতে উৎসাহ দেন সচেতন অভিভাবকরাও। মেলার স্টলকর্মীরা জানান, বয়সভেদে উপযোগী বই রেখেছেন তারা। খুব ছোটদের জন্য আছে ছবির বই আবার একটু বড়দের জন্য আছে ভূতের গল্প থেকে স্পাইডারম্যান, রূপকথার গল্প। তবে শিশুদের বেশি আকর্ষণ করছে রঙ-বেরঙের মলাট আর ছবির বই।