সুসংবাদ প্রতিদিন

কুলবরই চাষে সফল মুকবুল হোসেন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী গ্রামে কুল বরই চাষে সফল হয়েছেন কৃষক মুকবুল হোসেন। কুল বরই দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো। খেতে খুবই মিষ্টি। সরেজমিন দেখা যায়, মাটির সামান্য ওপর থেকেই কুল গাছের ডালপালা চারপাশে ছড়িয়ে আছে। মুকবুল হোসেন বলেন, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ প্রবাসে থাকেন। আমার ও স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার। ৪ বছর বিদেশে যাওয়ার জন্য ঘুরেছি। পরে ইউটিউবে ভিডিও দেখে কুল বরই চাষের সিদ্ধান্ত নিই। প্রথমে ১ বিঘা জমিতে চাষ শুরু করে ভালো ফলন ও লাভজনক হওয়ায় এবার ৪ বিঘা জমিতে কুল চাষ করছি। আসা করছি, এবার ৩ লাখ টাকার মতো লাভ হবে- যোগ করেন তিনি। মকবুল আরো বলেন, বাগানে দুই জাতের কুল চাষ করেছি। এর মধ্যে যেটা আপেল কুল; সেটা ছোট আপেলের চেয়ে একটু ছোট লাল রঙের হয়ে থাকে। খেতে খুবই সুস্বাদু ও মিষ্টি। আর বল সুন্দরী অনেক মিষ্টি। কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন বলেন, কেরানীগঞ্জ উপজেলার বটতলী গ্রামে কুল বড়ই চাষ করে সফল হয়েছেন মুকবুল হোসেন। নতুন জাতের এই কুল চাষ করে তিনি এলাকায় চমক সৃষ্টি করেছেন। তার বাগানে বল সুন্দরী কুল যেভাবে ধরেছে, সেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। তিনি আরো বলেন, বেকার যুবক ও শিক্ষিত যুবকরা বসে না থেকে কুল চাষে এগিয়ে এলে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।