ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৩০ কেজি গাঁজা আটক

মাদক কারবারি কারাগারে

মাদক কারবারি কারাগারে

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মাসুদ রানাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। মাসুদকে গতকাল পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ। গত শুক্রবার তাকে উপজেলার কালিপুর বাজার ট্রলার ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাসুদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম পাড়া তাতুয়া কান্দির মো. সফিউদ্দিনের ছেলে।

এ মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন ভূঁইয়া।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার ট্রলার ঘাটে মমিন মিয়ার রাইস মিলের সামনে থেকে মাদক বিক্রেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদের কাছে থাকা ক্যারিং ব্যাগ ও ব্রিফকেসে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত