ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দুদক কমিশনার জহুরুল হক

অভিযোগকারীকে ভয়ভীতি দেখানো যাবে না

অভিযোগকারীকে ভয়ভীতি দেখানো যাবে না

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন- কেউ যদি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে তাকে হয়রানি না করে সম্মান করবেন। অভিযোগকারীকে ভয়ভীতি না দেখানোর নির্দেশনা দেন তিনি। যদি কেউ অন্যায়-অবিচার করে আমাদের অফিসকে অবগত করতে হবে। আমরা নিরাপত্তা দিব। এ ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের।

গতকাল নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠান সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। মো. জহুরুল হক কর্মকর্তাদের উদ্দেশে বলেন- আমরা জনগণের সেবক। দুর্নীতি কমিশনের সিদ্ধান্ত মানতে সবাই বাধ্য।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) আকতার হোসেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। গণশুনানিতে ১৫টি সরকারি অফিস ও একটি ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধ ৩৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত