ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হানিফ

আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার বিচার হবেই

আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার বিচার হবেই

কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, যত বড় রাজনৈতিক দলই হোক না কেন, যে অপরাধ করবে আইন তাকে শাস্তি দিবেই। বিএনপি গত ১৫ বছর আন্দোলনের নামে বাসে, ট্রেনে আগুন দিয়েছে এবং ৪ হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই দলটি সবসময় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমন অপরাধ করে বিশ্বে এই ধরনের সংগঠন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বেশিদিন ধরে রাখতে পারেনি, আগামীতে আর কখনো পারবে না। বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাবে না। এ হত্যাকাণ্ডের বিচার হবেই। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ আরো বলেন, এ মুহূর্তে বিএনপি রাজনৈতিক নেতৃত্ব সংকটে ঘুরপাক খা”েছ। সন্ত্রাস, হত্যা, নাশকতা দিয়ে রাজনীতি করা যায় না। বিএনপির ভবিষ্যৎ কী হবে সেটা সময় বলে দেবে। তিনি বলেন, আদালত বা আইন তার নিজস্ব গতিতে চলে। বিএনপির নেতাকর্মীরা আদালতে জামিন চেয়েছে। আদালত তাকে মুক্তি দিয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর বিচারকার্য শেষ হয় না বা অপরাধ থেকে দায়মুক্ত হয়েছে বিষয়টা এমন নয়। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে হানিফ বলেন, বাংলাদেশ দুই দলে বিভক্ত- একটি হ”েছ, স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ আর অন্যটি হ”েছ, বিএনপি স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ যত ভালো কাজ করুক না কেন বিএনপির চোখে সবগুলো খারাপ। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি নতুন কিছু নয়। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, সে বিষয়ে কঠোরভাবে কাজ করে যা”েছ সরকার। এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়সহ জেলা আওয়ামী লীগ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত