ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গফরগাঁওয়ে কিশোরকে গলা কেটে হত্যা

পাঁচজন আটক
গফরগাঁওয়ে কিশোরকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কথা কাটাকাটির জের ধরে মাদককারবারি যুবক সজল (১৮) অটোরিকশা চালক কিশোর মুস্তাকিমকে (১৭) প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে। এ সময় আরো এক কিশোর আহত হয়। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদ্রসা সংলগ্ন রায়হর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় পাগলা থানায় নিহত কিশোরের বাবা সূর্যত আলী গতকাল সকালে মাদককারবারি সজলকে প্রধান ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।

নিহত কিশোর নাম মুস্তাকিম চরশাখচূড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। আর ঘাতক সজল চৌকা গ্রামের মুরশেদ আলী ওরফে পঁচা মিয়ার ছেলে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আনসার নগর মাদ্রাসায় প্রতি বছরের মতো বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষ্যে সড়কের ওপাড়ে রায়হর এলাকায় মেলা বসে। মেলায় নিহত মোস্তাকিম ও সজলের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কেউ কিছু বুঝে উঠার আগেই মুস্তাকিমের গলায় ও বুকে ধারালো ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা চালায় সজল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোস্তাকিম মারা যায়।

নিহতের পিতা সূর্যত আলী ও ভাই রবিন বলেন, পাশর্^বর্তী চৌকা গ্রামের মাদক ব্যবসায়ীদের একটি গ্যাং রয়েছে। খুনি সজল ও তার গডফাদাররা এই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাদের হাতে আমার ছেলে খুন হয়েছে।

তবে স্থানীয় ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক ও ৯নং ওয়ার্ড সদস্য পারভেজ হোসেনের ভাষ্য, ঘাতক সজল ও নিহত মুস্তাকিম দুজনেই মাদকাসক্ত।

পাগলা থানার (ওসি) খায়রুল বাশার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাব মামলা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাঁচজনকে আটক করা হয়েছে। ঘাতক সজলকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত