গফরগাঁওয়ে কিশোরকে গলা কেটে হত্যা
পাঁচজন আটক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কথা কাটাকাটির জের ধরে মাদককারবারি যুবক সজল (১৮) অটোরিকশা চালক কিশোর মুস্তাকিমকে (১৭) প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে। এ সময় আরো এক কিশোর আহত হয়। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদ্রসা সংলগ্ন রায়হর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় পাগলা থানায় নিহত কিশোরের বাবা সূর্যত আলী গতকাল সকালে মাদককারবারি সজলকে প্রধান ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।
নিহত কিশোর নাম মুস্তাকিম চরশাখচূড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। আর ঘাতক সজল চৌকা গ্রামের মুরশেদ আলী ওরফে পঁচা মিয়ার ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আনসার নগর মাদ্রাসায় প্রতি বছরের মতো বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষ্যে সড়কের ওপাড়ে রায়হর এলাকায় মেলা বসে। মেলায় নিহত মোস্তাকিম ও সজলের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কেউ কিছু বুঝে উঠার আগেই মুস্তাকিমের গলায় ও বুকে ধারালো ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা চালায় সজল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোস্তাকিম মারা যায়।
নিহতের পিতা সূর্যত আলী ও ভাই রবিন বলেন, পাশর্^বর্তী চৌকা গ্রামের মাদক ব্যবসায়ীদের একটি গ্যাং রয়েছে। খুনি সজল ও তার গডফাদাররা এই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাদের হাতে আমার ছেলে খুন হয়েছে।
তবে স্থানীয় ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক ও ৯নং ওয়ার্ড সদস্য পারভেজ হোসেনের ভাষ্য, ঘাতক সজল ও নিহত মুস্তাকিম দুজনেই মাদকাসক্ত।
পাগলা থানার (ওসি) খায়রুল বাশার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাব মামলা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পাঁচজনকে আটক করা হয়েছে। ঘাতক সজলকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।