ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জবি ছাত্রলীগের সংঘর্ষ

২১ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন

২১ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন

সরস্বতী পূজা চলা অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের দফায় দফায় মারামারির ঘটনায় সূত্রাপুর থানায় পাল্টাপাল্টি দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক গজেন্দ্র এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান মামলা দুইটির এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ আদেশ দিয়েছেন। এরআগে গত শুক্রবার সূত্রাপুর থানায় মামলা দুইটি করা হয়। মামলা দুইটির মধ্যে একটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি গ্রুপের নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ ইশরাক নিলয় বাদী হয়ে মামলা করেন। তিনি মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন গ্রুপের ৯ নেতাকর্মীকে আসামি করেন। আসামিরা হলেন- অর্থনীতি বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুকিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব তালুকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জয় সরকার অর্জুন, নিরব, ব্যবস্থাপনা বিভাগের হৃদয় রানা, হিসাববিজ্ঞান বিভাগের আরাফাত, অপু সাহা, সাজিদ ও প্রাণীবিদ্যা বিভাগের সোহান। এছাড়া অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার গ্রুপের মাহমুদুর রহমান বাদী হয়ে সভাপতি গ্রুপের ৭ জনকে আসামি করে পাল্টাপাল্টি আরেক মামলা করেন। এ মামলার আসামিরা হলেন- নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মায়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য পারিজাত বিশ্বাস, ছাত্রলীগের কর্মী নৃবিজ্ঞান বিভাগের গাজী শামসুল হুদা, রাহুল আমিন, রিয়াদ আফ্রিদি ও ইতিহাস বিভাগের চয়েন দাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত