ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

১৪ মাস পর ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৪ মাস পর ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ। গতকাল সংগঠনের কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ চার নেতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৭ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদ পেয়েছেন। কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে আছেন ১নং সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান নিবিড়, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কনাহিদ ভূঞা, ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রায়হান সরকার, প্রচার সম্পাদক সায়েক্স শাহরিয়ার নিরব, দপ্তর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তন্ময় মাহমুদ জয়, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আহমদ রেজা, সাংস্কৃতিক সম্পাদক আদনান হাসান অংকন, সমাজসেবা সম্পাদক সিফাত আহাম্মেদ, ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইনজামামুল হক খান আলভী, পাঠাগার সম্পাদক রাকিবুল হাসান রাকিব, তথ্য ও গবেষণা সম্পাদক স্বাগতম বাড়ই; অর্থ সম্পাদক ইয়াছিন আল শাহীন, আইন সম্পাদক সাইকি রহমান নিয়ন, পরিবেশ সম্পাদক আব্দুল মমিন, স্কুলছাত্র সম্পাদক শিবলি সাদিক, বিজ্ঞান সম্পাদক আসাদুজ্জামান মেনন, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মোহাইমিনুল হক সৌধ, ধর্ম সম্পাদক আশীষ বাগচি, গণশিক্ষা সম্পাদক শাহরিয়ার হোসেন মুন্না, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা সম্পাদক সাজিদ মাহমুদ, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সৈকত দাশ বাবু, সাহিত্য সম্পাদক উম্মে দীনা, নাট্য ও বিতর্ক সম্পাদক তানভীর হোসেন শান্ত, আপ্যায়ন সম্পাদক বিজয়া মৃধা বৃষ্টি; মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান রাজিব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আদিত্য রশিদ, ছাত্রবৃত্তি সম্পাদক সায়েদা তাসফিয়া জায়েদ সাবা, কৃষিশিক্ষা সম্পাদক এম এমদাদুল বাঁধন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ইউসুফ তুহিন, প্রশিক্ষণ সম্পাদক হাবিব খান, কর্মসংস্থান সম্পাদক তানফিক আহমেদ নাফিজ, মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহেল মাফি, ছাত্রী ও নারী উন্নয়ন সম্পাদক বর্ণালী ঘোষ বর্ণ, এসডিজি সম্পাদক মমতাজ জিন্নাত সাগর, উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পাদক পারিশা মেহজাবিন, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মাউনজিরা বিশ্বাস সুরভী। এছাড়া, ২১ জনকে সহ-সম্পাদক ও সদস্য পদে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ ডিসেম্বর রাতে গণভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাবির আংশিক কমিটি ঘোষণা দেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করা হয়। ফলে আজ শয়ন ও সৈকতের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ১৪ মাস পর কমিটি পূর্ণাঙ্গ হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত