অটোরিকশা-ট্রাক সংঘর্ষ

কালিয়াকৈরে বাবা-ছেলেসহ ইটভাটার চার শ্রমিক নিহত

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার আব্বাস আলী ও তার ছেলে জাহিদুল ইসলাম, এই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মকজেল হোসেন এবং পাশের ভাউমান এলাকার হাসেন আলীর শওকত হোসেন। এরা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্বাস আলী ও তার ছেলে জাহিদুল, শওকত ও মকজেল প্রতিদিনের মতো গতকাল সকালে কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকা থেকে একটি অটোরিকশাযোগে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে যাত্রীবাহী অটোরিকশাটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পাম্পের পাশে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ফলে যাত্রীসহ অটোরিকশাটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শওকত, মকজেল ও জাহিদুল মারা যান। এ সময় ওই অটোরিকশা চালক রমজান আলী ও অপর শ্রমিক জাহিদুলের বাবা আব্বাস গুরুতর আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে আব্বাস মারা যান। এছাড়া অপর গুরুতর আহত অটোরিকশা চালক রমজানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া অপর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ দুর্ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।