ধুলামুক্ত রাখুন ঘর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকা এখন প্রায়ই দূষিত শহরের শীর্ষে উঠে আসছে। রাস্তাঘাট ধুলায় সয়লাব থাকছে। এ সময় যদি ঘরেও ধুলাময়লা জমে থাকে, তবে তা আপনার স্বাস্থ্যের জন্য হবে খুবই ক্ষতিকর। ধুলাবালি যেকোনো বস্তুকণা কিংবা গাছগাছালির উচ্ছিষ্ট অংশ, মৃত কোষ, কাপড়ের আঁশ ও কাগজ থেকে হয়ে থাকে। এর প্রকোপে মানুষ শ্বাসকষ্ট থেকে শুরু করে অ্যালার্জিজনিত নানা রোগে ভোগে। তাই রোগবালাই থেকে দূরে থাকতে ঘরবাড়ি ধালাবালিমুক্ত অতি জরুরি। আসুন জেনে নেই ঘরবাড়ি ধুলামুক্ত রাখার কয়েকটি সহজ উপায়-
সপ্তাহে একবার বিছানার চাদর পরিবর্তন করুন : ধূলিকণা সাধারণত বিছানার তোশক, চাদর ও বালিশের কোণে থাকতেই পছন্দ করে। সপ্তাহে একদিন অন্তত এগুলো পরিবর্তন করার চেষ্টা করুন। তা না পারলে দুপুরের কড়া রোদ লাগান তোশক ও বালিশে। এতে করে সেগুলো জীবাণুমুক্ত হবে।
কাপড়ের আলমারি পরিচ্ছন্ন রাখুন : কাপড়ে প্রচুর পরিমাণে আঁশ থাকে। সেক্ষেত্রে খুব সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখুন আপনার আলমারি কিংবা ওয়ারড্রোব। এতে করে কাপড়ও সুন্দর থাকবে এবং ধালাবালু থেকে আপনি থাকবেন দূরে।
ঘরের মেঝে নির্ঝঞ্ঝাট রাখুন : ঘরের মেঝেতে কাপড়ের স্তূপ, খেলনা, ম্যাগাজিন, বই ইত্যাদি যেন পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। মনে রাখবেন, ঘরের মেঝে হাঁটাচলার জন্য, স্তূপ করে রাখার জন্য নয়।
কার্পেটকে না বলুন : ঘরে কার্পেট বিছালে দেখতে সুন্দর লাগে ঠিক, কিন্তু ধূলিকণা জমা হওয়ার সর্বোত্তম জায়গা কার্পেট। প্রতিদিন আপনাকে কার্পেট পরিষ্কার করতে হবে, তা যদি না করেন তবে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে পড়বেন খুব সহজেই।ঘরের উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করুন : প্রথমে ঘরের উপরিভাগ পরিষ্কার করুন। তারপর নিচে পরিষ্কার করুন। এতে করে কোনো ধূলিকণাই বাদ যাবে না।