খাজা নাজিমুদ্দিনের নাম কলঙ্ক
এখনো বয়ে বেড়াচ্ছে ঈশ্বরদীর মানুষ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
রাষ্ট্রভাষা বাংলার বিরোধিতাকারি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের নাম কলঙ্ক ৭২ বছর ধরে বয়ে বেড়াচ্ছে ঈশ্বরদীর মানুষ। খাজা নাজিমুদ্দিনের নামে এখনো পাবনা জেলার ঈশ্বরদী শহরে রয়ে গেছে ‘বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়’।
এ বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি এবং তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে ভাষা আন্দোলনের ৭২ বছরেও বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়নি। তবে শুধুমাত্র বিদ্যালয়ের প্রধান ফটক থেকে ‘নাজিমুদ্দিন’ নামটি কালো কালি দিয়ে মুছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। স্বাধীনতা-পরবর্তী সময়ে ঈশ্বরদী জিন্নাহ কলেজের নাম পরিবর্তন করে ঈশ্বরদী সরকারি কলেজ করা হয়েছে। এছাড়া ঈশ্বরদীর একাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। অথচ বাংলা ভাষার বিরুদ্ধাচরণ করা সেই খাজা নাজিমুদ্দিনের নামে ‘বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়’ আজও বহাল তবিয়তে আছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে জন্মেছে ক্ষোভ ও হতাশা। ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, এ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও পাকশী বিভাগীয় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য হিসেবে আমি নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে সুপারিশমালা পাঠিয়েছিলাম। এরপর দুই-তিন বছর কেটে গেলেও এখনো কিছু জানানো হয়নি। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, বাংলা ভাষার প্রতি সম্মান রেখে বিদ্যালয়টির নাম পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।