ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় পথচারী এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. ইয়াছিন (৭) উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়ে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা কনে। চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন। হাসপাতাল থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। শামীম হোসেন জানান, নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত