ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিরলে পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মূর্তি

বিরলে পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মূর্তি

দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে এটি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে আজিমপুর ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে আসাদুলের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে বিরল থানা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদ হোসেন মূর্তিটি থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত