জাবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার কমেছে ২১ শতাংশ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিগত বছরের তুলনায় অংশগ্রহণকরী পরীক্ষার্থীর সংখ্যা ২১ শতাংশ কমেছে।
গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ ভর্তি পরীক্ষা। যা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছর ভর্তি পরীক্ষায় একইসংখ্যক আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৪৯ হাজার ৮৫৭টি। যেখানে এবছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি, যা গত বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ কম। গত বছর আসন প্রতি প্রতিযোগী ছিল ১৩৪ জন, যা এবার কমে হয়েছে ১০৮ জনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘এবারের ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের চেয়ে তুলনামূলক কম। কারণ, এ বছরের ভর্তি পরীক্ষার আবেদনে বিষয়ভিত্তিক বাংলা ও ইংরেজিতে ‘এ’ গ্রেড করার কারণে আবেদনের সংখ্যা কমেছে।’
এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, সমাজবিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের আবেদনের ক্ষেত্রে মানদ-ের কিছুটা পরিবর্তন হয়েছে, সে কারণে আবেদন কম পড়েছে। আমরা চাই একটি নির্দিষ্ট মানদ-ের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তি করাতে।
সমাজবিজ্ঞান অনুষদ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক নূরুল আলম ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দুই শিফটে উপস্থিতির হার ৭৫ থেকে ৮০ শতাংশ। আমরা আশাকরি, ভর্তি পরীক্ষার পুরো সময়টা শৃঙ্খলাবদ্ধ থাকবে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমাদের শৃঙ্খলাটিম তৎপর রয়েছেন। পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ জাতীয় ক্যাডেট কর্পসের (বিএনসিসি) ৬০ জন সদস্য ও রোভার স্কাউটের বিশ্ববিদ্যালয় শাখার ৬০ সদস্য, ১৫০ জন সাদা পোশাকধারী পুলিশ সদস্য ও আনসার পুলিশের ১২০ সদস্য দায়িত্বরত রয়েছে। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত পরপর ৬ শিফটে এবারের ভর্তি পরীক্ষা চলবে।