ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বইমেলার শেষ শুক্রবারে শিশু-কিশোরদের ভিড়

১১টা থেকে ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর
বইমেলার শেষ শুক্রবারে শিশু-কিশোরদের ভিড়

অমর একুশে বইমেলার শেষ শুক্রবার ছিল গতকাল। গতকাল মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। মেলায় অভিভাবকের হাত ধরে শিশুরা ছুটে বেড়ায় এক স্টল থেকে আরেক স্টলে। বিক্রয়কর্মী ও প্রকাশকরা জানান, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসার কোনো বিকল্প নেই।

গতকাল মেলার প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বেলা ১১টায়। মেলার শেষ সময়ও বড়দের পাশাপাশি ভিড় ছিল শিশুদের। সকালে বেলায় শিশুপ্রহরের প্রধান আকর্ষণ ছিল সিসিমপুরের হালিম, টুকটুকি, ইকরিরা। এসব চরিত্র শিশুদের আনন্দে মাতিয়ে রাখে।

বিভিন্ন স্টলের বিক্রেতারা জানান, বইমেলার গতকাল শেষ শুক্রবার হওয়ায় অন্য যে কোনো শুক্রবার থেকে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশি, সেইসঙ্গে বিক্রিও ভালো হচ্ছে। এদিকে, দুপুর থেকে মেলার প্রবেশদ্বারে তৈরি হয় বইপ্রেমীদের দীর্ঘ সারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত