ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সৈকতে মৃত ‘মা কচ্ছপ’

একদিনে মিলেছে ১৭টি

একদিনে মিলেছে ১৭টি

কক্সবাজার সমুদ্রসৈকতে মৃত ‘মা কচ্ছপের’ যেন মিছিল চলছে। শুধুমাত্র গতকাল একদিনে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে ১৭টি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুতে দিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সকাল ১১টা থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ১৭টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তিনি সহ বোরির কর্মকর্তারা টেকনাফে অবস্থান করছেন। আর কোথাও কচ্ছপ মৃত ভেসে এসেছে কি না তা দেখছেন।

তিনি বলেন, ১৭টি কচ্ছপই অলিভ রিডলি এবং নারী। যা মাটিতে পুতে দিয়েছি। প্রতিটি কচ্ছপই জালের সুঁতোয় পেছানো এবং আঘাত প্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেয়া জাল, রশিতে পেঁছিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এসব কচ্ছপের মৃত হয়েছে। তারেকুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির ১৭ টা সহ ৮৩টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার মধ্যে শুধুমাত্র ৯ দিনে মিলেছে ৪০টির বেশি। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে। এ পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করেছেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জরুরিভিত্তিতে জেলেদের সচেতন করার কাজও শুরু করা হয়েছে। জাল বা রশি যেন সমুদ্র পেলে না দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত