ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এক চার্জে চলবে ১২ দিন স্মার্টওয়াচ

এক চার্জে চলবে ১২ দিন স্মার্টওয়াচ

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনর নতুন স্মার্টওয়াচ বাজারে এনেছে। মডেল অনর চয়েজ ওয়াচ। এই স্মার্ট হাতঘড়ি একবার চার্জ দিলে টানা ১২ দিন আর চার্জ দিতে হবে না। এতটাই এর শক্তিশালী ব্যাটারি। অনরের এই স্মার্টওয়াচে রয়েছে আয়তাকার অ্যামোলিড ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে মেটালিক বডি এবং ইন্টারচেঞ্জেবল সিলিকন স্ট্র্যাপ। দুইটি রঙে ওয়াচটি কেনা যাবে। ডিভাইসটিতে ১২০ টিরও বেশি স্পোর্টস মোড এবং শতাধিক বেশি ওয়াচ ফেস রয়েছে। এছাড়াও এই ডিজিটাল ঘড়িতে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট। অনর দাবি করছে একবার চার্জ দিলে প্রায় ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে আগে থেকে ইনস্টল রয়েছে ৮টি ওয়াচ ফেস ফিচার। এছাড়াও রয়েছে ২১টি ডায়নামিক অলওয়েজ অন ওয়াচফেস ফিচারের সাপোর্ট। আর রয়েছে ১০০টিরও বেশি নরমাল ওয়াচ ফেস। ওয়ারেবল ডিভাইসে ব্লাড অক্সিজেন পরিমাপের ফিচার রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচের সাহায্যে হার্ট রেট মনিটর করা যাবে এবং ইউজারের স্লিপ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। মহিলাদের জন্য মেন্সন্টুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার এবং স্ট্রেস মনিটরিং ফিচার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। অনর হেলথ অ্যাপের মাধ্যমে এই সমস্ত ট্র্যাকারের ডেটা চেক করা যাবে। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ওয়ান ক্লিক এসওএস কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচে জিপিএস ফিচারের সাপোর্টও রয়েছে। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ঘড়িটিতে। ওয়াচটির দাম ৭ হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত