ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়!
সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্রই বৈধ হয়েছে। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে অভিযোগ আসেনি।

মনিরুজ্জামান তালুকদার বলেন, জাতীয় পার্টি থেকে দুটি ও আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার কেউ না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে আগামী ২৭ ফেব্রুয়ারি আর প্রতীক বরাদ্দের প্রয়োজন হবে না। যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করা হবে। সংরক্ষিত নারী আসনে আ.লীগ ও জাপার পক্ষ থেকে মনোনয়ন জমা দিলেন যারা:

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন, ১. দ্রৌপদী দেবী আগরওয়ালা (ঠাকুরগাঁও), ২. মোছাঃ আশিকা সুলতানা (নীলফামারী), ৩. রেজিয়া ইসলাম (পঞ্চগড়), ৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট), ৫. কোহেলী কুদ্দুস (নাটোর), ৬. জারা জাবীন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), ৭. রুনু রেজা (খুলনা), ৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট), ৯. মোসাঃ ফারজানা সুমি (বরগুনা), ১০. খালেদা বাহার বিউটি (ভোলা), ১১. নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ১২. ফরিদা ইয়াসমিন (নরসিংদী), ১৩. উম্মি ফারজানা ছাত্তার (ময়মনসিংহ), ১৪. নাদিয়া বিনতে আমিন (নেত্রকোণা), ১৫. মাহফুজা সুলতানা (জয়পুরহাট) ১৬. পারভীন জামান ঝিনাইদহ ১৭. আরমা দত্ত (কুমিল্লা) ১৮. লায়লা পারভীন (সাতক্ষীরা) ১৯ বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা) ২০. বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), ২১. শবনম জাহান (ঢাকা), ২২. পারুল আক্তার (ঢাকা) ২৩. সাবেরা বেগম (ঢাকা) ২৪. শাম্মী আহমেদ (বরিশাল) ২৫. নাহিদ ইজাহার খান (ঢাকা) ২৬. ঝর্না হাসান (ফরিদপুর) ২৭. ফজিলাতুন নেসা (মুন্সীগঞ্জ) ২৮. শাহিদা তারেখ দীপ্তি (ঢাকা) ২৯. অনিমা মুক্তি গমেজ (ঢাকা) ৩০. শেখ আনার কলি পুতুল (ঢাকা), ৩১. মাসুদা সিদ্দীক রোজী (নরসিংদী) ৩২. তারানা হালিম (টাঙ্গাইল) ৩৩. বেগম শামসুর নাহার (টাঙ্গাইল) ৩৪. মেহের আফরোজ (গাজীপুর) ৩৫. অপরাজিতা হক (টাঙ্গাইল), ৩৬. হাছিনা বারী চৌধুরী (ঢাকা), ৩৭. নাজমা আক্তার (গোপালগঞ্জ) ৩৮. রুমা চক্রবর্তী (সিলেট), ৩৯. ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর) ৪০. আশ্রাফুন নেছা (লক্ষ্মীপুর) ৪১. কানন আরা বেগম (নোয়াখালী) ৪২. শামীমা হারুন (চট্টগ্রাম) ৪৩. ফরিদা খানম (নোয়াখালী) ৪৪. দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম) ৪৫. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) ৪৬. জরতী তঞ্চঙ্গ্যা (রাঙামাটি) ৪৭. সানজিদা খানম (ঢাকা) ৪৮. মোছাঃ নাছিমা জামান ববি (রংপুর)। এছাড়া জাতীয় পার্টি (জাপা) দুইজন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন, সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত