পুলিশি বিশেষ অভিযান
সিরাজগঞ্জে নারী ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাসমান আন্তঃজেলা মহিলা চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মোর্শদা (৩০), রূপালী খাতুন (৪০), বুলবুলি খাতুন (৪৫), রূপালী (২৫), রাবেয়া খাতুন (২১), শাবনুর (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা (২৭), রিক্তা খাতুন (১৪) ও আনোয়ারা (২০)। এরা কুষ্টিয়া, জামালপুর ও পাবনা জেলার বাসিন্দা এবং তারা উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।
গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নারী চোর ও ছিনতাই চক্রটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বিমা ও হাটবাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল দির্ঘদিন ধরে।
এ ঘটনায় একই এলাকার ভুক্তভোগী আছমা নামের এক গৃহবধূ অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকালে ও গতকাল সকালে উল্লাপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ প্রেস ব্রিফিংয়ে ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।