ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাব সদস্যদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাব সদস্যদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের তত্ত্বাবধানে গত রোববার আগরতলা (ভারত) প্রেসক্লাবের সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দেসহ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা (ভারত) প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স অ্যাডমিন ভবন নিরীক্ষিত পরিদর্শক বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত