ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুসিক মেয়র পদে উপনির্বাচন

প্রার্থীদের প্রচারণায় সরগরম নগরী

প্রার্থীদের প্রচারণায় সরগরম নগরী

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে নগরী। প্রতিটি ওয়ার্ড এলাকায় প্রচার-প্রচারণায় ভোটের মাঠ সরগরম ও উৎসবমুখর হয়ে উঠেছে। তৃণমূল পর্যায়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কম। তবে প্রার্থীরা ভোটারদের কাছে টানতে প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রাখার বিষয়টি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আগামী ৯ মার্চ এ সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে এ সিটির মেয়র পদে উপনির্বাচনের আগ মুহূর্তে গত রোববার কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ বাস্তবায়নসহ জেলার সার্বিক উন্নয়নে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। জেলার উন্নয়ন ও মেগাসিটি-কুমিল্লা গড়তে সাবেক এমপি মনিরুল হক চৌধুরী প্রণীত ধারণাপত্রের চূড়ান্ত কার্যপত্র উপস্থাপন করা হয়। সেমিনারে অন্যান্য অতিথিদের পাশাপাশি তিন মেয়র প্রার্থী আলোচনায় অংশ নেন। তারা হলেন- কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার। সিটি নির্বাচনে তাদের যে কেউ মেয়র পদে নির্বাচিত হলে স্বপ্নের মেগাসিটি প্রতিষ্ঠায় উন্নয়নের চূড়ান্ত কার্যপত্র বাস্তবায়নে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকায় চার প্রার্থী ও তাদের নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেন।

মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) : তিনি গতকাল নগরীর টমছমব্রিজ বাজার, নিউ মার্কেট, দিশাবন্দ, কাজীপাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

তিনি বলেন, ২০২২ সালের ৩০ জুনের সিটি নির্বাচনে ইভিএম মেশিন কী করেছে আপনারা জানেন, কুমিল্লার জনগণ দেখেছে। তাই এবার ইভিএম বিশ্বাস করতে পারছি না। নবীন ভোটারদের বিষয়ে তিনি বলেন, এবার এখানে ১২ হাজার নতুন ভোটার। তারা অতীতে ভোট না দিলেও নির্বাচন দেখেছে। তারা ভালো-মন্দ বুঝেন। শহরকে শান্তিপূর্ণ রাখতে টেবিল ঘড়ি মার্কায় তারা প্রথম ভোট দিবেন বলে তিনি আশা করেন। ডা. তাহসিন বাহার সূচনা (বাস প্রতীক) : তিনি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুড়ি ও ২নং ওয়ার্ডের ছোটরা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এছাড়া তিনি নগরীর ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও কালিয়াজুড়ি পিটিআই ইন্সটিটিউট প্রাঙ্গণে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। তার এই কর্মসূচিতে বিভিন্ন পেশার বিপুলসংখ্যক জনতার সমাগম ঘটে। এতে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক) : তিনি গতকাল নগরীর পুলিশ লাইন্স, রেইসকোর্স, এসএ বারি মার্কেট ও ফুলতলী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তাই তিনি যেখানেই প্রচারণায় যাচ্ছেন সেখানেই জনতার ঢল নামে। নগরীর জনগণ তার সাথে আছেন। নির্বাচনি প্রচারণার সময় কিছু প্রার্থীর অনুসারী কর্মী তার পোস্টার ছিঁড়ে ফেলছে অভিযোগ করেন তিনি।

নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) : তিনি গতকাল নগরীর ছোটরা মফিজাবাদ কলোনি, ফৌজদারি মোড়, কালিয়াজুড়ি, রেইসকোর্স ও নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে। এ নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এমন আহ্বান জানান এই প্রার্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত