ইবির মার্কেটিং বিভাগের সেলস ফেয়ার অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এ সময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক, ইবির সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের কর্ণধার মো. মোকাদ্দেস হানিফ টলিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী নিশাত ও আরমান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ এ মেলা পরিদর্শন করেন।
জানা যায়, বিভাগের ৫ম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘বিজনেস মার্কেটিং’ কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের দশটি গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকটি গ্রুপ একটি করে প্রোডাক্ট ব্র্যান্ড নিয়ে সেলস ফেয়ারে অংশগ্রহণ করেছে।
মেলায় দেশের স্বনামধন্য আরএফএল, বাংলা ওয়াশ, হেভি মেটাল, মেরিকো, ট্রান্সকম বেভারেজসহ ১০টি ব্র্যান্ড অংশ নেয়। কোর্স শিক্ষক ও মেলার তত্ত্বাবধায়ক, প্রভাষক মো. রুহুল আমিন বলেন, আমি শিক্ষার্থীদের কিছু শেখাতে চেয়েছি তাই বিজনেস মার্কেটিং কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে তাদের আটজন করে দশটি গ্রুপে ভাগ করে দেই এবং তাদের নিজস্বভাবে সেলস ফেয়ার আয়োজনের কথা বলি। এর মাধ্যমে শিক্ষার্থীরা মার্কেটিংয়ের বিভিন্ন প্রমোশনাল টুলস হাতে কলমে শিখতে পেরেছে যেমন কীভাবে একজন কাস্টমারের সাথে ডিল করতে হয়, কমিউনিকেশনের মাধ্যমে আকর্ষিত করতে হয় ইত্যাদি। এর আগে প্রত্যেকটা গ্রুপ নিজেদের প্রমোশনাল ভিডিও করেছে যেটা তাদের অনেককিছু শিখিয়েছে।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ বলেন, সেলস ফেয়ারের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করেছি। যাতে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন সেলস সেক্টরে দক্ষ হয়ে উঠতে পারে। মার্কেটিং বিভাগের এ সেলস ফেয়ার শিক্ষার্থীদের সেলসের বিষয়ে উৎসাহিত করবে। প্রশাসন ও অনেক সহযোগিতা করেছে পরবর্তীতে আরও বড় করে সেলস ফেয়ার করার ইচ্ছা আছে।
কোর্স শিক্ষার্থী সাঈদ আকতার সাকিব (গ্রুপ ৫) বলেন, আমরা এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের বাংলা ওয়াশ ডিটারজেন্ট পাউডার সিরিজের বিভিন্ন প্যাক বিক্রি করেছি। সত্যি বলতে মার্কেটিংয়ের অনেক বিষয় হাতে-কলমে শিখেছি যেটা হয়তো বই পড়ে এত সুন্দরভাবে শিখতে পারতাম না।