ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

ওজন কমাতে গিয়ে ওষুধ খেয়ে নারীর মৃত্যু

ওজন কমাতে গিয়ে ওষুধ খেয়ে নারীর মৃত্যু

মেয়ের বিয়ে উপলক্ষ্যে ওষুধ খেয়ে ওজন কমাতে চেয়েছিলেন এক অস্ট্রেলিয়ান নারী। তবে এই ওষুধ খাওয়াই কাল হলো তার। ওজন কমানোর ওষুধ খেয়ে পরিপাকতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই নারী। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৫৬ বছয় বয়সি ট্রিশ ওয়েবস্টার ওজন কমানোর জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্কের ওষুধ ওজেম্পিক খাচ্ছিলেন। এ ওষুধটি টাইপ-২ ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য ব্যবহৃত হয়। ওজেম্পিক সারা বিশ্বে একটি জনপ্রিয় ওজন কমানোর ওষুধ হয়ে উঠেছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওষুধটি জিএলপি-১ নামের একটি প্রাকৃতিক হরমোনকে অনুকরণ করে কাজ করে, যা পাকস্থলি এবং অন্ত্রের মধ্য দিয়ে খাবারের পথচলাকে ধীর করে দেয়। এতে বেশি সময় পেট ভরা থাকে। তবে ওষুধটি যদি খুব বেশি পাকস্থলিকে ধীর করে দেয় বা অন্ত্রগুলোকে ব্লক করে তাহলে এটি সমস্যার কারণ হতে পারে। ভুক্তভোগীর স্বামী রয় ওয়েবস্টার জানান, তার স্ত্রী চিকিৎসকের পরামর্শে ওজেম্পিকের সনেগ সাক্সেন্দা নামের একটি ইনজেকশন নিতেন। আর এভাবে তিনি পাঁচ মাসে ১৫ কেজি ওজন কমিয়েছিলেন। তবে ওজন কমলেও দ্রুত অসুস্থ হয়ে পড়েন ট্রিশ। এ বছরের ১৬ জানুয়ারি রয় দেখতে পান যে, তার স্ত্রীর মুখ দিয়ে বাদামি রঙের তরল বের হচ্ছে। ওই দিন রাতেই মারা যান ট্রিশ। তবে চিকিৎসকরা বলছেন, ওষুধের কারণে ট্রিশের মৃত্যু হয়নি। তবে চিকিৎসকদের দাবি মানতে নারাজ রয়। এদিকে এক বিবৃতিতে ওজেম্পিকের প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নরডিস্ক জানিয়েছে, ওষুধটি বাজারে জনপ্রিয় হওয়ার পরেই তারা এ সমস্যা সম্পর্কে জানতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত