ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এবার সুখবর

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে পাঁচ ‘মা কচ্ছপ’

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে পাঁচ ‘মা কচ্ছপ’

কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক ‘মা কচ্ছপের’ মৃত্যুর মিছিলে এবার সুখবর দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। গতকাল সকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ভোরে সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সুস্থ সবল অবস্থায় সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে। তাছাড়া শামলাপুর ২টি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম থেকে ১১০টিসহ মোট ৫টি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেয়ার কাজটি করেন। একই দিনে ৫টি কচ্ছপের ৫৬৬টি ডিম সংগ্রহ এখন সুখবর।

কক্সবাজার সমুদ্রসৈকতে জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে জানিয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, প্রতিটি কচ্ছপই জালের সুঁতোয় পেঁছানো এবং আঘাতপ্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেয়া জাল, রশিতে পেঁছিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে। এর মধ্যে ৫টি কচ্ছপ ডিম দিয়ে সাগরে ফেরা সুখবর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত