ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সখীপুরে বাবাকে হত্যার দুই দিন পর ছেলে গ্রেপ্তার

সখীপুরে বাবাকে হত্যার দুই দিন পর ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার ঘটনায় দুই দিন পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।

গতকাল দুপুরে অভিযান চালিয়ে ঘাটাইল উপজেলার সাগরদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত রায় জানান, ঘটনার পর থেকে পলাতক ওয়াহেদকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় সাগরদীঘি বাজার এলাকায় অবস্থান করে তাকে আটক করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। গত রোববার রাতে তার বাবা আব্দুস সামাদকে (৫৫) নিজ বসতবাড়িতে হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামি ছিল ওয়াহেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত