ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এখন জাতীয় ঐক্য প্রয়োজন, নির্বাচনও মুখ্য বিষয় নয়

মন্তব্য নোমানের
এখন জাতীয় ঐক্য প্রয়োজন, নির্বাচনও মুখ্য বিষয় নয়

আমাদের এখন জাতীয় ঐক্য প্রয়োজন, এমনকি নির্বাচনও এখন মুখ্য বিষয় নয় বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে যদি রাজনৈতিক কাঠামো না থাকে, তাহলে দেশকে রক্ষা করা যাবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া ঐক্য হবে না। কর্মসূচি দিচ্ছি। সেটি অবশ্যই জনগণ কর্তৃক গ্রহণযোগ্য কর্মসূচি। হতাশ হওয়ার জায়গা রাজনীতি ও মানব কল্যাণে নেই। আমরা এগিয়ে যাব। আবার ঘুরে দাঁড়াতে পারব। তার জন্য আমাদের জাতীয় নেতৃত্বে ভূমিকা পালন করতে হবে। নোমান বলেন, আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাই, যাতে করে শাসক দল পরাজিত হবে। আমরা যে বিজয় অর্জন করতে পারিনি, তা নয়। আমরা সামনের দিকে এগুচ্ছি। আন্দোলন ছাড়া ঐক্য আসবে না। বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরো অনেকে বক্তব্য দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত