ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেঠাতো ভাই। পুলিশ ধারণা করছে, পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ করিম (৪৬) উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহকে (৩৮) আটক করা যায়নি।

উখিয়ার থানার ওসি মো. শামীম হোসেন বলেন, উত্তর নিদানিয়া গ্রামের ছৈয়দ করিমকে তেতুলতলা নামক স্থানে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্বজনরা বাঁচানোর জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহ’র স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে- এমন সন্দেহের ভিত্তিতে ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করে ছালামত উল্লাহ। ঘটনার পরপরই ছালামত উল্লাহ পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, হত্যাকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত