ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভিসির সন্তোষ প্রকাশ

জাবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসম্পন্ন

জাবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসম্পন্ন হয়েছে। এবারে ‘ডি’ ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে সর্বমোট (জীববিজ্ঞান অনুষদ) ৪৭ হাজার ৭৯৫ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। গত রোববার সর্বমোট চার শিফটে ৩৭ হাজার ৩২১ জন ছাত্রী ভর্তিচ্ছু পরীক্ষা দেন। গত সোমবার ৩২ হাজার ৯৫ জন ছাত্র এ ইউনিটে পরীক্ষা দেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষাসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এছাড়াও ছেলে ও মেয়ে পরীক্ষার্থীর জন্য নির্ধারিত আসন সংখ্যা সমান হওয়ায় আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত