ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হল- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়াবাড়ি গ্রামের মৃত- নূর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উলোবাড়িয়া গ্রামের মৃত-আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জল হোসেন (৩৩)। র‌্যাব -১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালের দিকে র‌্যাব -১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের দিকনির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, নগদ ২৩ হাজার ৬২২ টাকা ও মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত