ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মিষ্টিতে ক্ষতিকর রাসায়নিক

ময়মনসিংহে মিষ্টি কাননকে তিন লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে মিষ্টি কাননকে তিন লাখ টাকা জরিমানা

নগরীর দুর্গবাড়ী রোড এলাকায় মিষ্টি কাননের কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন বাংলাদেশ নিরাপদখাদ্য কর্তৃপক্ষ। এ সময় মিষ্টি তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রাসায়নিক ব্যবহারসহ নানা অসঙ্গতি পাওয়া বাংলাদেশ নিরাপদখাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। গতকাল দুপুর ২টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান এই অভিযান পরিচালনা করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন এসব তথ্য নিশ্চিত করে জানান, মিষ্টি কানন সুইটস কারখানাতে অভিযান পরিচালনা করে দেখা যায়- তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছে। এ সময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের তৈরি মিষ্টিতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ে দেওয়ার রং ব্যবহারসহ নানা ধরনের অসঙ্গতি পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে মামলা করে এই জরিমানা আদায় করে। তিনি আরো জানান, খাদ্য তৈরি ও বিপণনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আগামী রমজান মাসজুড়ে এই অভিযান চলমান থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তাবৃন্দসহ র‌্যাব-১৪ এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত